মনের কথা তুই মনেই চাপা থাক
যা কিছু বলা হলো ধোঁয়া সে উড়ে যাক
চায়ের কাপে কিছু বোশেখী উড়ো কথা
তোমাকে বললাম উড়োনা যথাতথা
তুমি তা শুনলে না কাউকে গুণলে না
এভাবে চলবে কি! লোকে বা বলবে কি!!
মনের গানগুলো শুনলে কানগুলো
ধৈর্য্য হারা হয়ে লতিরা লাল হতো
কারো সে রাত হতো কারো সকাল হতো
তাই যা মনে থাকে সঙ্গপণে থাকে
তা চাপা থাকা ভালো
নিরবে থাকা ভালো
ঘুমিয়ে থাকা ভালো।।।
মনের কথা তুই

এখানে আপনার মন্তব্য রেখে যান