এখন আমি লাশ ছাড়া কি অন্য কিছু…

আমার মায়ের কাচের চুরি টুকরো হলো
পশুর থাবায় ছিন্ন হলো আচল তবু
বন্ধ আমার প্রতিবাদের সকল ভাষা;
এখন আমি লাশ ছাড়া কি অন্য কিছু??

পুলিশ তোরা ছুড়তে পারিস বুলেট-বারুদ
কাফন বেঁধে নামবো আমি আবার পথে
লাশ হয়েছি আবার হবো ভয় কি তাতে
ছিন্ন আচল উড়বে এবার ভিন্ন খাতে…

তোর যদি হয় মায়ের পেটে জন্ম তবে
দায় নিয়ে আয় এ অন্যায়ের বিচার হবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান