এর চেয়ে আমি কেনো কিট হয়ে এলাম না এখানেে
এর চেয়ে আমি কেনো হলাম না আগুনের শিখা
কিট হলে বোন তোর দেহে শুয়োরের নখের আঁচড়
পড়তো না ওপাড়ে যেয়েও
আগুনের শিখা হলে পুড়াতাম জীবন্ত ধরে
আমি কি অধম বোন দেখ……
হাড়ছাড়া পিঠে শুধু মাংশের স্তুপ জমা
ঘাড়ের রগের চেয়ে আরো বেশি কাছে
জমে গেছে ভয়ের বাতাস……
নগ্ন দেহটা তোর পড়ে আছে নিথর নিরব
পশুদের চিহ্ন শুধু জ্বলে আছে দগদগে ক্ষত
এরপরও আমি যদি সেজে থাকি সভ্য লেখক
আমি কি মানুষ তবু…কিটেরা মানুষ হয়ে যাক…।।
(মুসলীম নারীদের কবর থেকে তুলে ধর্ষণের শুধু মৌখিক থাকে নি, জানোয়ারেরা সেটা বাস্তবে করে দেখিয়েছে; আর কতো সহ্য করা যায়…!!)

এখানে আপনার মন্তব্য রেখে যান