এরপরও যদি কোনো দাঁতাল শুয়োর…

এরপরও যদি কোনো দাঁতাল শুয়োর
সন্ত্রাসী বলে দেয় গাল
তবে তাকে খোলামেলা বলে রাখা ভালো
আমরা কি কিটের ছাওয়াল…!!

বুজদিল যারা আজো নিজেদের মুখ
নিজেরাই দেখেনি আলোতে
শ্বর্ণঈগল যারা পেচার মুখোষে
চেহারাটা ঢেকে আছে বসে
তাদের তো জাগাবার প্রয়োজন নেই;
প্রয়োজন নেই মাঠে ফেরাবার….

বদরের সাহাবীরা চেতনার সাথী যদি হয়
ওমরের হুংকার যদি কেউ শুনে থাকে তবে
আলীর জুলফিকারে সূর্য যে রোদ ফেলেছিলো
সেই রোদ আজ ফের ধুয়ে দেবে রাতের করোটি….

(ফিলিস্তিনের কুদস শহরের বাসিন্দা ইসরা আবেদ হত্যার সরাসরি দৃশ্য। এইভাবেই ফিলিস্তিনে মুসলিমরা বিনা কারনেই নির্যাতিত হচ্ছে ইহুদী সন্ত্রাসীদের হাতে।)

এখানে আপনার মন্তব্য রেখে যান