পারো যদি পাঁজরের হাড় ভাঙো
কলিজার পৃষ্ঠাটা কুচি করো অসংখ্যবার
এরপর তাতে মুড়ে বারুদের পটকা বানাও
উল্লাস করো…উৎসব করো…
মেনে নেবো তাও যদি পারি; তবু
মানবোনা কোরানের গায়ে
বেয়াদব জালিমের হাত।
রক্তে কি জং ধরে গেছে
কলিজায় মাদকের ঘোর?
তামাশার সীমানা পেরিয়ে
হাত দিলে বুকের ভিতর!!
( গত শুক্রবার হিন্দুদের দশেরা (রাবন বধ) অনুষ্ঠানে কিছু পটকা পাওয়া যায়, যেগুলো তৈরী করতে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনের পৃষ্ঠা কাগজ হিসেবে ব্যবহার করা হয়েছিলো। এর প্রতিবাদে আন্দোলন চলছে এখনো…..)
http://www.banginews.com/web-news?id=b5cb3af771841d9fb4dbf9cdd4dee9134761a41c

এখানে আপনার মন্তব্য রেখে যান