যদি মৃত্যুকে ভুলে যেতে পারতাম…….

নাটকের মঞ্চে যে কাঙ্ক্ষিত দৃশ্যের অপেক্ষায়
বসে ছিলো বিশ্ব মোড়ল…
তুমি কেহে নারী
হঠাৎ প্রবাহ ভেঙে শোনালে- ‘নাটক জীবন নয়;
জীবন পাবে না এর মাঝে।’
খুটিয়ে খুটিয়ে শুধু ধরে দিলে নাটকের ভুল……

তুমি তো জানতে ঠিকই এ নাটক পরিকল্পিত
তুমি তো জানতে ঠিকই শেষ পরিণতি
তবু কেনো ….কিসের আশায়…..

ওরা তোমার বিচার করতে চাইলো
ওরা তোমাকে দেখাতে চাইলো মৃত্যুর চেয়েও কঠিন যন্ত্রনা
অথচ তুমি বললে-

‘আমি আমার আল্লাহর দরবারে বিচারের অপেক্ষায় রইলাম….’

( বোন আফিয়া সিদ্দিকী…. তুমি তোমার আল্লাহর কাছে চলে গেছ ঠিকই। রেখে গেছো অসহ্য ভার….।। আহা! যদি মৃত্যুকে ভুলে যেতে পারতাম……)141227152916

এখানে আপনার মন্তব্য রেখে যান