প্রিয়তমা, তোমাকে বলছি
হয়তো বা চেয়েছিলে আমার কাছে তোমার থেকে
মূল্যবান আর কিছুই না থাক কখনো
হয়তো বা চেয়েছিলে সমস্ত রাত…
কিভাবে তা হয় বলো
আমিতো সওদা করে সবকিছু দিয়েছি বিকিয়ে…
একবার ভেবে দেখো- সে কেমন সদাগর হলে
আড়ালে দাড়িয়ে বলে- প্রিয়তমা বিদায় জানাও,
জানোতো আবারো যদি কাফেলা হারিয়ে যায় ব্যবসায় ক্ষতি হয়ে যাবে…
তোমাকে দেখলে যদি আনমনা হয়ে যাই থেমে, ভালবাসা বশ করে ফেলে…!! কে ক্ষতি পোষাবে…!?
একবার ভেবে দেখো দু’দিনের বিনিময়ে যদি
পাশাপাশি থাকা যায় অনন্তকাল…
গচ্ছিত মালামাল ফেরত দিয়েই যদি কেনা যায় জান্নাতে বাড়ি
কিভাবে তা ছাড়ি…?

এখানে আপনার মন্তব্য রেখে যান