প্রাতিবাদের কোনো ভাষা নেই……….

রাস্তায় একদল কুত্তার ঘেউ ঘেউ
শুনে আমি দাড়ালাম থমকে,
ওরা নাকি শুকলেই বলে দিতে পারে খুব
সন্ত্রাসী বেশি আর কম কে।

লেবাসেই জঙ্গীর গুণ পায়
আসলে তো মতভেদ করে দিতে পারলেই
ফ্রি ফ্রি কিছু তাজা খুন পায়।

ওরা ভাবে অস্ত্রে ও বোমাতে
ছিড়ে খাবে যে শিশুর লাশটাই
মিডিয়ার মারফতে সে শিশুর বাপকেই
লটকাবে সন্ত্রাসী ফাঁসটায়।

ভীরু আর কাপুরুষে ভরে গেছে মুসলীম
পরিচয় দিতে কাঁপে ঠ্যাংটা…
এর চেয়ে ভালো ছিলো মানুষ না হয়ে যদি
হতো ছোটো পুকুরের ব্যাংটা।

000_Nic6503976

http://www.siasat.com/news/mother-eight-month-old-palestinian-boy-ramadan-thawabteh-861438/

এখানে আপনার মন্তব্য রেখে যান