ফেরাবার কোনো পথ নেই- শোনো
ফেরাবার কোনো পথ নেই…
এই যারা ধরো ঘর ছেড়ে ছুড়ে
খুব পোড়া পুড়ে পালক পেয়েছে উড়তে
আরো কিছুক্ষণ নতুন ভোরের সোনালী রোদ্রে পুড়তে
তাদেরকে আর ফেরাবার কোনো পথ নেই…
এই যারা ধরো রক্তে মাংশে গড়া এ দেহটা পোষেনা
কাউকে কখনো তোষে না;
আত্মার টানে দৃষ্টিকে করে তুচ্ছ
তাদেরকে তুমি যতই দেখাও কাগুজে নোটের গুচ্ছ
তারা থামবে না কোনো শর্তেই
তারা খোজেনা সবটা মর্তেই।
তাই, ফেরাবার কোনো পথ নেই
শোনো, ফেরাবার কোনো পথ নেই…