টেলিভিশনের পর্দাটা যদি চোখের পর্দা হয়ে যায়
পলিটিক্সের ফুটবল খেলা সয়ে যায়
তবে, মাঝে মাঝে কিছু বোকা পাখি এসে থেমে যায়
চর্বীওয়ালার চর্বী কিছুটা নেমে যায়..
আমাদের তাতে কি..!
আমরাতো সেই কবেকার মাল, বাঁচতে শিখে গেছি…
আমরা শিখেছি- দেশের দশের চিন্তা করছে দেশ
আহা! বেশ বেশ বেশ…
আমরা শিখেছি- ঘুসের বাজারে ঘামের পয়সা শেষ
আহা! বেশ বেশ বেশ…
আমরা শিখছি- সুধ সাদা দুধ; অর্থনীতির দেহ গঠনের বড়ো দরকার
পরকীয়া প্রেম চলছে চলুক নেই দরকার
কোনো প্রতিবাদ…
আমরা শিখেছি- পশ্চিমাদের পাকা পায়খানা আধুনিক খুব
পারলে কিছুটা নাক মুখ চেপে দিয়ে নাও ডুব।
আমরা শিখেছি বাক স্বাধীনতা, খুন, ধর্ষণ
মিটিংয়ে মিছিলে বাঁকা কথা হলে গুলি বর্ষণ-
তবু কিছু বাণী হয়রানি করে কানের পাড়ায়
বেছে বেছে কিছু মানবতাবাদী নজর কাড়ায়-
“তোমার আমার মতামত হোক এ সংবিধান,
ওরা যা গাইছে হাটে ও বাজারে মূর্খের গান….”

এখানে আপনার মন্তব্য রেখে যান