হাত ছেড়ে দাও চশমাটা দাও
সঙ্গে কিছুটা রাস্তা মাড়াও
চুপচাপ কেনো জিহ্বা নাড়াও
এই ধরো সুর গান বেধে দাও
দাও আরো দাও
আরো কিছু দাও
না পারো হুজুগে গল্প শুনাও, তবু কিছু দাও…
খালি হাতে কিছু টাকা কড়ি দাও
কিছু দর্শন বড়িও গেলাও
ঘোড়া না থাকুক গাড়ি তো চালাও
আম নেবে নাও নিবে কি ছালাও..!
নাও নাও সব তবু উৎসব জমিয়েতো যাও
সঙ্গে কিছুটা রাস্তা মাড়াও।
একা পথ বড়ো খালি খালি লাগে
আসো যদি সাথে জুটবে তো ভাগে
সমানে সমান
এই নাও সুর বেধে ফেলো গান
সবাই সমান (তুমি আর আমি) সবাই সমান…
এখানে আপনার মন্তব্য রেখে যান