ঠিকঠাক থাকবে তো সব
এই চরাচর, নদীতীর-ঘাসফুল-ফড়িং
নাকি কাল সাফসাফ বলে দেবে
পুরাতন বোরিং …বোরিং…
পুরাতন চাদরটা বাতিলের খাতে
চশমাটা রংচটা ফ্রেমে
আর আমি…. আমিওতো পুরাতন …
মজে আছি পুরাতন প্রেমে।

ঠিকঠাক থাকবে তো সব
এই চরাচর, নদীতীর-ঘাসফুল-ফড়িং
নাকি কাল সাফসাফ বলে দেবে
পুরাতন বোরিং …বোরিং…
পুরাতন চাদরটা বাতিলের খাতে
চশমাটা রংচটা ফ্রেমে
আর আমি…. আমিওতো পুরাতন …
মজে আছি পুরাতন প্রেমে।
এখানে আপনার মন্তব্য রেখে যান