চাঁদটা এমন অন্ধকারেই থাকুক জ্বলে / সাইফ আলি

চাঁদটা এমন অন্ধকারেই থাকুক জ্বলে
মধ্যরাতে হাতছানি দিক সব জানালায়
ঘুম জড়ানো চোখের পাতায় জাগুক নেশা
লাগুক তালা মধ্যরাতে ঘুমের পাড়ায়।

কোন ভাষাতে চাঁদের সাথে বলবো কথা
হাত ইশারায় জোছনা বলে নিরবতা
সেই তো ভালো নিরব থেকে মনের মিলন
চুপি চুপি বলবো কথা চোখ ইশারায়।

মনের খেঁয়া ভিড়বে গিয়ে চাঁদের দেশে
ভালবাসা সঙ্গে নিয়ে একটু হেসে
জোছনা মায়া সেই হাসিতে মুখ লুকিয়ে
থাকবে বসে ডাকবে শুধু ওড়না নাড়ায়।

চাঁদকে এমন অন্ধকারেই লাজুক লাগে
লজ্জারাঙা জোছনা ছড়ায় মধুর রাগে
সে রাগ আমি দুচোখ ভরে দেখবো বলে
চাঁদটা এমন অন্ধকারেই থাকুক জ্বলে।

এখানে আপনার মন্তব্য রেখে যান