পাখির মতো ওইখানে কি যায় হারানো??

হাটতে গিয়ে হোচট খেলে বলতে কি মা- পারিস না তুই,
ডাকতে যখন শিখছি কেবল আব্বুকে কি বা’ বলিনি?
তখন কি আর ওসব শুনে বলতে
শিখবো না পথ চলতে…
তখন তো ঠিক হাত ধরেছো শক্ত করে
অল্প কথায় ঠিক বুঝেছো মনের ভাষা,
এখন কেনো মুখের কথাও বুঝবে না
আমার মনের রাস্তাটাকে খুঁজবে না?
সিলেবাসের আকাশটা খুব ছোট্ট জানো
পাখির মতো ওইখানে কি যায় হারানো??

“পাখির মতো ওইখানে কি যায় হারানো??” এ একটি মন্তব্য

  1. Brianna এভাটার

    আমিও অনুরূপ ভাষায় আমার প্রিয়জনদের সাথে কথা বলে থাকি।

    Liked by 1 person

এখানে আপনার মন্তব্য রেখে যান