আমি আমার আকাশে দিয়েছি উড়াল পাখি
মুক্ত বাতাস পালকে দিয়েছে নাড়া
অবরোধহীন কণ্ঠে গেয়েছি গান
তোমরা দাওনি সাড়া।
তবে থাকো
আমি একলা আকাশে উড়ে
চলে যাবো বহু দূরে
যেখানে শুধুই আমি ও আমার
স্বাধীনতা খাপছাড়া……
আমি আমার আকাশে দিয়েছি উড়াল পাখি
মুক্ত বাতাস পালকে দিয়েছে নাড়া
অবরোধহীন কণ্ঠে গেয়েছি গান
তোমরা দাওনি সাড়া।
তবে থাকো
আমি একলা আকাশে উড়ে
চলে যাবো বহু দূরে
যেখানে শুধুই আমি ও আমার
স্বাধীনতা খাপছাড়া……
এখানে আপনার মন্তব্য রেখে যান