অতঃপর কবির কবিতা-

এই যে ভায়া আছেন কেমন শরীর টরির ভালো তো
কাব্যপ্রেমী মনটা…
দাঁড়ান দাঁড়ান একটুখানি বাজলো বুঝি ফোনটা।

হ্যালো…জ্বি ভাই বলছি আমিই বলুন
কি হয়েছে কে মরেছে কে ধরেছে কার
এসব কথা বলুন তো ভাই কার শোনা দরকার
আমায় কেনো ফোন করেছেন জানতে পারি??
কার হয়েছে বাসর ঘরে নজরদারী…!!
ওকে ওকে খুব বুঝেছি দু’জন গেছে জেলে
বাপের মাথায় বাঁশ মেরেছে ছেলে….
বেশতো রে ভাই থানায় যেয়ে কেস করে দেন সোজা
আপনি কেনো যান নিতে ভাই পরের ঘাড়ের বোঝা…
রাখলাম আমি এসব কাজে আমায় কেনো খোঁজা!!

এই যে ভায়া অবস্থাটা দেখেন
এসব নিয়ে দু’চার কলম লেখেন…

দেশের কথা দশের কথা লেখতে হবে
বুঝলেন
কিলাভ হবে পকেট বিহীন পাজ্ঞাবীতে সারাটাদিন
প্রিয়াই যদি খুঁজলেন…

আরে কে যায় ও বড় ভাই একটুখানি দাঁড়ান না
এই গরিবের উঠোন তো আর মাড়ান না
এসব কথাই বলতেছিলাম এতক্ষণ
আপনে ছাড়া আর কে আছে আপন জন…
সমাজ সেবা করছে কে বা আপনে ছাড়া-
এই যে কবি আসতেছি ভাই একটু দাঁড়া।

অতঃপর কবির কবিতা-
‘এইসব বাচালের গাছে গাছে লটকে
দিতে যদি পারতাম খুব করে চটকে….’

এখানে আপনার মন্তব্য রেখে যান