কলমের বল ঘুরে আধাঁরেরা নেমে আসে দিনের পাতায়
ঝিঁঝিঁগুলো কেঁদে মরে জোনাকিরা আগুন জ্বালায়
বাদুড়েরা উড়ে যায় কল্পিত সুতো ধরে ধরে
আমার স্বপ্নগুলো ডুবে যায় সীমাহীন রাতের সাগরে।
মেঘগুলো মাঝে মাঝে চাঁদকে আড়াল করে রাখে
মাঝে মাঝে একা চাঁদ সারা রাত আকাশের বুকে
তারাদের ছায়াপথ মায়া আলো থাকে না কিছুই
জানিনা সেদিন তারা নিভৃতে কাঁদে কি না দুখে।
কালির অন্ধকারে ভিজে থাকে ভাষা
চাঁদ তাকে দিতে চায় ধার করা আলো
রাতজাগা পাখিগুলো দিতে চায় সুর
আলেয়ার আলো দেখে মনে জাগে আশা-
স্বপ্নের ভুবনটা আর কত দূর?
এক পাখি শঙ্কিত ডাক
ঠান্ডা সাপের মত আধাঁরের ছোঁয়া
মাঝে মাঝে জোনাকির নাচ
ঘুম লাগা ঘোলা চোখ থির নির্বাক।
রাতগুলো এরকম কল্পিত
রাতগুলো এরকম মায়াপুরী থেকে যাবে অনন্তকাল-
কবিরা পড়বে সেই অবোধ্য পাঠ
কলমের কালি খুঁজে পাবে
কবিতার মিল খুঁজে পাবে।
এক মুঠো ভোর নিয়ে সেই ক্যানভাসে
কখন সূর্যোদয় হবে
কখন ফুরিয়ে যাবে নিশিথের কালি
আগামী দিনের শৈশবে।
সারারাত জেগে
কালির কলম কি’বা কলমের কালি
স্বপ্নের কয়েকটা চরণ লিখেছে
সব মুছে যাবে
সব ধুয়ে যাবে
ভোরের শিশিরে আর আলো-ইরেজারে।
তারপর –
বাস্তবতার প্রতি সূক্ষ্ম তারে
বাজবে জীবন বীণা
কল্পণা ফিরে যাবে রাতের বাজারে।
এখানে আপনার মন্তব্য রেখে যান