গোল হন গোল হন হাত ধরে গোল হন
তারপর ছেড়ে দিন হাতটা
মুঠোগুলো খুলে দিন বড়ো বড়ো দম নিন
একটানা পর পর সাতটা
জাদু নয় জাদু নয় হেলাফেলা খেলা নয়
এখন যা দেখবেন সত্যি
ভুল কিবা মিছে নেই সামনে বা পিছে নেই
ভন্ডামী নেই এক রত্তি…
এক দুই তিন চার পাঁচ ছয় সাত
উঁচু করে ধরেন তো সবার দু’হাত
ডান হাত বায়ে নিন বাম হাত ডানে
পকেটটা সামলান খুব সাবধানে
পকেটে কি ফুটো আছে, আছে কোনো ফাটা?
ছিল নাতো – হায় হায় পকেট যে কাটা…!!
জাদু নয় জাদু নয় হেলাফেলা খেলা নয় সত্যি
ভন্ডামী নেই এক রত্তি…!!
এখানে আপনার মন্তব্য রেখে যান