তুমি যদি কাল আসতে…

আকাশের বুকে পাখা মেলা ছিলো বাকি
বৈরি বাতাসে শাখা মেলা ছিল কাম্য
সৈকতে কিছু ঢেউ বলেছিলো ভাসতে
তুমি যদি কাল আসতে…

মেঘ বলেছিলো অঝরে নামবে বৃষ্টি
জানালার ফ্রেমে এবং টিনের চালটায়
সারা রাত্রীর অবসর যেতো পাল্টায়
অদ্ভুত সেই হাসি যদি ফের হাসতে।

দুই কাপ চাতে দু’চামচ চিনি
বৃষ্টির ছাট ভেজা ব্যালকোনি
স্বপ্নের ছিলো সবটাই, শুধু
বলতাম আমি- আস্তে….
পুড়ে যাবে ঠোঁট পারবে না আর হাসতে।

এখানে আপনার মন্তব্য রেখে যান