ভুলে যেতে হয়, ভোলার সময় হলে…

তোমার জন্য পেছনে ফেরার দিন শেষ
পকেট বিহীন পাঞ্জাবী পরে হাটছি
বদলে ফেলেছি যখন তখন বেজে ওঠা সব নাম্বার
বদলে ফেলেছি অভ্যেস…

তুমি না থাকলে একা ছিলো খুব রাত্রি
অস্থির ছিলো বিছানা বালিস কম্বল
বদলে গিয়েছে আজ সে পথের যাত্রী
কি হবে এসব ঘাতক সহায় সম্বল

সপিং মলের রাস্তাটা আর বহুদিন হলো মাড়াই না
হঠাৎ চমকে দাড়াই না পথে আর
তুমি যদি সব ভুলে যেতে পারো
আমার কি দরকার…

পার্কের সেই বেঞ্চ পড়ে থাকে খালি
শুন্য খাঁচাটা বারান্দাতেই ঝোলে
থাই জানালার কাচ গলে নামে জোছনা
সব ভুলে গেছি, ভুলে যেতে হয়, ভোলার সময় হলে….

এখানে আপনার মন্তব্য রেখে যান