যদি রমণীর হাতে শোভা পায় কালো সিগারেট
তবে আমরা না হয় খেলাম পুষ্ট মামলেট;
হাওয়া বদলায় কিছু কথা হয় অকথ্য
কিছু গালাগাল হালে পানি পায়, তাই পথ্য
হয় জরুরী, হয় জীবনের প্রিয় ডাক্তার;
তবু কেন হায় কেউ বলে যায়- আছে ফাঁক তার।
যদি আলেয়ার পিছে দৌড়ে কেউ জিতে যায়
কেউ খুঁজে পায় ছোট জীবনের মূলমন্ত্র
তবে রমণীর হাতে সিগারেট গণতন্ত্র-
তবে শেষটায় কিছু ভুলে থাকা গণতন্ত্র-
তবে হাওয়াদের ফিরে যাওয়াটাই গণতন্ত্র।
এখানে আপনার মন্তব্য রেখে যান