তোমার সঙ্গে লুকোচুরি খেলা মিথ্যে
আমতা আমতা নামতা পড়াটা আতলামী ছাড়া আর কি
কেউ না জানুক তুমি জানলেই চলবে
ভালবেসে যদি ভুল করে ফেলি আমার সে ভুল কার কি…
তুমি বাসো যদি ভালোবাসা হবে পূর্ণ
না বাসলে তাও চলবে…
ব্যর্থতা নিয়ে মাথা নিচু করে ফিরবো না আমি একটুও
সবাই যা বলে বলবে।
আমার কাজ তো আমিই করেছি ভালোই বেসেছি মাত্র
থাকতেই পারে তোমার জন্য উত্তম কোনো পাত্র…

এখানে আপনার মন্তব্য রেখে যান