বৃষ্টিক্লান্ত রাতের শেষে

বৃষ্টিক্লান্ত রাত হয়ে গেল ভোর
চোখের পাড়ায় স্বপ্নের আঁকিবুকি
তবুও এখন?

তাহলে এবার রাস্তা মাড়াবে কে?
দীর্ণ বুকের পিপাশা মেটাবে কে?

যদি ডানাহীন পাখি উড়তে না পারে মেঘের সঙ্গে
আকাশ নিরবে শূন্যতা বুকে নীল হয়ে যায়
শুষ্ক ডালেরা পাতার জন্যে ঝরায় অশ্রু
তবে পুষ্প পুষ্প বলে এ কান্না কিসের জন্যে?

জাগো ঘুমন্ত দেখো বৃষ্টিতে ভিজেছে রাস্তা
বাস্তবতার কাঁদাজলে আজ নিজেকে জড়াও
স্বপ্ন তোমার ভোরের শুভ্র শিশিরে ভেজাও
হারিয়ে যেওনা অশেষ ঘুমের গভীর অরণ্যে।

তোমার জন্যে আকাশ খুলেছে দ্বার
পাখির পালকে রোদ্রের ঝলমল
পর্দা ওঠাও দৃষ্টি রাখো সে দ্বারে
এ বেলা কাটুক জাগ্রত সংসারে।

এখানে আপনার মন্তব্য রেখে যান