আমার আকাশে মেঘ নেই তবু মেঘ কেনো বলো শুরুতেই
সকাল-সন্ধ্যা সূর্যটা শুধু হেসেই চলেছে হাসছেই
শুরুই করিনি শেষের খবর প্রচার করতে থাকলে
পথটা যতই সরল হোকনা তুমিই প্রথম বাঁকলে…
কিছু ঘাত প্রতিবন্ধকতাতো থাকবেই
ফেলে আশা কিছু স্মৃতিরা পেছনে ডাকবেই
তাই বলে তুমি হার মেনে নিলে চলবে??
সবাই যা বলে বলুক বন্ধু তুমিও তো কিছু বলবে…
এইপথ আর পথিক ছাড়াকি আর কেউ
বুঝবে চলার ছন্দ
খুঁজবে শুধুই বাঁক পেরুনোর দন্দ
আমি দন্দে-গন্ধে-মন্দ খুঁজিনি সবটা
খুঁজেছি নতুন সূর্য ওঠার কাঙ্ক্ষিত উৎসবটা…