এখন তুমি ফুসকা খাবে কি করে…!!

বোবা হলে হয়তো না বলেই বোঝাতে পারতাম চোখের ইশারায়
অন্ধ হলে তারও প্রয়োজন ছিলো না…

ধরা ছোয়ার বাইরে থাকতে যদি চাঁদের মতো
আমার বলা না বলায়, দেখা না দেখায়
কিছুই যায় আসতো না তোমার…

কিন্তু এসব কিছুই যখন অন্তরায় হয়ে দাড়ালো না
তখন অযুহাত হিসেবে দাড় করিয়ে ফেললে অনেক কিছুই…
যেমন ধরো, আমার জন্য তোমার ছাতাটা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে
এখন তুমি ফুসকা খাবে কি করে…!!

এখানে আপনার মন্তব্য রেখে যান