শপথ / সাইফ আলি

ভূমিকম্পে বিধ্বস্ত দালানের ফাটলে বেড়ে ওঠা সবুজ প্রাণের শপথ-
অসংখ্য হাঙরের চোখ ফাকি দেয়া মুক্তার আধার ঝিনুকের শপথ-
চাপা পড়া হলুদ দুর্বার প্রথম সূর্য দেখা সময়ের শপথ-
তীব্র বারুদর ঝাঁঝ বুকে নিয়ে ছুটে চলা বুলেটের শপথ-

নীল আকাশ তামাটে মাটি
আর      দক্ষিনের বাতাস-
শীতল জল পাখির পালক
আর      সবুজ ঘাস-

যা আমার মা আমাকে দিয়েছে
যা আমার দেশ আমাকে দিয়েছে
যা আমার স্রষ্টা আমাকে দিয়েছে
তাতে কোনো কালো হাতের স্পর্শ লাগতে দেবনা-
এ আমার শেষ বিন্দু রক্তের শপথ…..

এখানে আপনার মন্তব্য রেখে যান