অনিবার্য নির্বাচনের পথে
দৌড়ে চলেছে দেখো স্বদেশের ট্রেন বগিহীন
একাকি ইঞ্জিন…
তুমি কি শুনতে পাও
তুমি কি শুনতে পাও রাতের বাজারে
রক্তমাখা লাশ আর পোঁড়াবারুদের ঝাঁঝালো বেচাকেনার হাক
তুমি কি শুনতে পাও বাতাসে গ্রেনেড
অথবা টিয়ারশেল অশ্রুতে শিক্ত রাজপথের কান্নাকে;
শত শত বিক্ষুব্দ জনতার রক্তহীন লাশের মহড়ায়
দৌড়ে চলেছে দেখো স্বদেশের ট্রেন বগিহীন
একাকি এক বিষাক্ত ইঞ্জিন…
চেতনাহীন লাশ যে চেতনার জন্ম দিতে চলেছে
তার অনিবার্য উত্থানের পথে
বাধার পাহাড় হবে টিলা;
গোলামীর জিঞ্জির পরা সৈনিকের বুলেট
কখোনোও রুখতে পারেনি জনতার জোয়ার।
গনতন্ত্রের নামে এ কোন শক্তিপরীক্ষার মহড়ায়
মত্ত আজ ক্ষমতালোভী শকুনের দল
যদি রক্তাক্ত সুপ্রিমকোর্ট চত্তরে কাঁপছে সুসাশন
কুৎসিত বাক্যবানে জর্জরিত প্রেসক্লাব
আর অন্ধ ক্ষমতালোভী মহাপুরুষের পদচারনায়
মুখর জাতীয় সংসদ;
তবে-
চেতনাহীন লাশের চেতনায় জন্ম নেয়া মিছিলের পথে
বাধার পাহাড় হবে টিলা।

এখানে আপনার মন্তব্য রেখে যান