আজ এ মৃত্যুলগ্নে দাড়িয়ে
আর কোনো আকাশ দেখিনা আমি মাথার উপর
আর কোনো সাগর দেখিনা যার পানিতে মেটে
অনন্ত পিপাশা আমার
শূন্যতায় কি আকাশের একমাত্র সংঙ্গা;
লবনাক্ততাই কি সমুদ্রের একমাত্র পরিচয়?
কিন্তুু-
আমার আকাশ তো ছিলো তারকাখচিত
আমার সাগর ছিলো অজস্র প্রাণের আধার।
আর আমি?
আমি ছিলাম তারকাখচিত শূন্যতা
আর প্রাণময় সাগরের মতোই দুর্বোধ্য।
আজ এ মৃত্যুলগ্নে দাড়িয়ে
তাই তো অনুভব করতে চাচ্ছি সেই
তারকা আর প্রাণের অস্তিত্ব।
এখানে আপনার মন্তব্য রেখে যান