ওরা যদি ভেবে থাকে লোহার চৌদ্দশিকে
থেমে যাবে তোমার রিদম
নিভে যাকে তোমার প্রদ্বীপ
তবে তা ওদের মুখে এনে দিক সুখের ঢেকুর…
তোমার কলম হয়ে এবার যুদ্ধে যাবো আমরা সবাই।
ওরা যদি ভেবে থাকে শৃঙ্খল বেধে দিয়ে তোমার ডানায়
তুমি আর ভাঙাবেনা ঘুম
তবে তা ওদের চোখে এনে দিক নেশাতুর রাত…
আমরা তোমার সুরে ডেকে ডেকে বলে যাবো
নতুন সকাল যদি চাও
নরম বিছানা ছেড়ে সুখের চাদর ঠেলে
এবার এ রাস্তা মাড়াও।

এখানে আপনার মন্তব্য রেখে যান