কতটা ব্যথার কান্নায় নামে জল
কতটায় ফাঁটে বুক,
বুকের গভীরে রক্তক্ষরণ কতটা ব্যথায় হয়
কতটা ব্যথায় মূক?
রক্ত বারুদে কতখানি পথ ভেজালে কাঁদবে মেঘ
কতটা মাংশে কাঁদা মাখামাখি হলে
অঝোরে নামবে শীতল বর্ষা ধারা?
ততটা রক্তে এখনো ভেজেনি পথ
ততটা বারুদে ঝাঁঝাঁলো হয়নি হাওয়া…!!

এখানে আপনার মন্তব্য রেখে যান