জাগুক মিছিল ফের

তুমি কি এখন শুধু অশরীরি ছায়ার মতোন
অন্ধকারে হারাও নিজেকে;
তুমি কি এখন শুধু দৃষ্টিহীন পুতুলের চোখ?
অথচ সেদিন দেখো দুরন্ত মিছিলের শ্লোগানে শ্লোগানে
বেজেছিলো তোমার নিনাদ;
রোদপোড়া রাজপথ কেঁপে কেঁপে উঠেছিলো তোমার জোয়ারে।

তুমি কি এখন তবে প্রাণহীন পদ্মার ঢেউ;
তুমি কি এখন তবে অশরীরি অলস অতীত?
অথচ সেদিন ছিলে উচ্ছল প্রাণের জোয়ার।

জেগে ওঠো-
জেগে ওঠো তুমি ফের অভিমানী বীর
জাগুক মিছিল সেই শ্লোগান অধীর।

এখানে আপনার মন্তব্য রেখে যান