ঠিক ঠিক দেবো উত্তর…

অনেক ঘুরেছি পাতায় পাতায় এবার একটু ডালে
দুইপা ঝুলিয়ে বসতে চাই
অনেক গুনেছি দিনক্ষণ আর ক্যলেন্ডারের পাতা
এবার একটু সরল অংক কষতে চাই…

কান্ডে ধরেছে ছত্রাক আর শিকড় খেয়েছে উঁই
তবুও তোমরা চাচ্ছ বাহারি ফুল
এ ব্যথা কোথায় থুই
বৃক্ষ বাঁচে না ফল দেবে নির্ভুল..!!

মাছের এদুটো চোখনা
তাই পর্দা ফেলতে হয়,
ভিষন সাহসী লোকনা
তাই লাগতেই পারে ভয়।
তবে এইটুকু বলে রাখতেই পারি আজ
মরা শামুকের খোল হয়ে আমি থাকতে আসিনি
পরের হাতের ঢোল হয়ে শুধু বাজতে আসিনি
অনেক ঘুরেছি পাতায় পাতায় এবার একটু ডালে
দুইপা ঝুলিয়ে অংকে কিছুটা নজর বুলিয়ে তারপর
ঠিক ঠিক দেবো উত্তর…

এখানে আপনার মন্তব্য রেখে যান