প্রবেশাধিকার চাই / সাইফ আলি

তোমার জন্মের কারণ আমি জানতে চাইবো না
জানতে চাইবো না একজন সুখী তোমাকে
তোমার হাসি আমাকে যতই আন্দোলিত করুক
জানতে চাইবো না এর পটভূমি-

তবে তোমার মৃত্যূ রহস্য নিয়ে আমার আগ্রহ অসীম
তোমার দুঃখ আমাকে নিমজ্জিত করে
ক্লান্তিহীন গবেষণায়-
ঘুমহীন রাতকে আপন করতে প্রেরণা যোগায়
তোমার কান্না।

তোমার আলো !
সে তো তোমারই –
কিন্তু তোমার অন্ধকার?
সেখানে আমার প্রবেশাধিকার চাই……

এখানে আপনার মন্তব্য রেখে যান