অসংখ্য প্রতিযোগীর সাথে যুদ্ধ করে টিকে থাকা শুক্র আমার পরিচয়
মাতৃগর্ভের অন্তরালে একটি ডিম্বানুর সাথে মিলিত হবার আকাঙ্খায়
এরকম লক্ষ লক্ষ শুক্রাণু যুদ্ধ করেছে; যার মধ্যে ছিলাম আমিও –
লক্ষ মৃত্যূর ডাককে উপেক্ষা করে যখন পেরেছি
জীবনের দরজায় কড়া নাড়তে
তখন আর একটি মৃত্যূর সাথে লড়তে কিসের ভয়?
যে সুরক্ষিত গর্ভে একদিন বেড়ে উঠেছিলাম
হয়তো সে গর্ভে ফিরতে পারবো না
তবুও মাটির গর্ভে প্রবেশ করার পূর্বেই পূরণ করতে চাই- স্রষ্টার শর্ত।
এখানে আপনার মন্তব্য রেখে যান