রুক্ষ তোমার ওষ্ঠো জুড়ে জলের মায়া
চোখের তারায় নিরব কান্না মেঘের প্রতি
কিন্তু যখন মেঘদলেরা বৃষ্টিহারা
তখন তোমার ওষ্ঠো ভেজায় কোথায় সে জল ?
আমার তুমি দোষ দিও মা- ছন্নছাড়া
আমার তুমি বলতে পারো নিস্ব চাষা
তবুও তোমার সাড়ে তে হাত ছায়ায় ঢেকে
বলতে পারি এ বুক আমার আপন বাসা।
কিন্তু যারা তোমার বুকে বান মেরেছে
তোমার বুকের খুন নিয়ে যে ব্যবসা করে
তোমার শাড়ীর আাচল ছিঁড়ে পুঁজির পাহাড়
গড়ছে যারা তাদের তুমি আগলে রাখো !
বলতে পারো নিস্ব চাষা অধম ছেলে
তবুও দেহের সবটুকু জল তোমায় দেবো
যে হাত তোমার রক্ত নিয়ে ব্যবসা করে
সে হাত এবার ধরতে এলে মুচড়ে দেবো।

এখানে আপনার মন্তব্য রেখে যান