শিখা এবং মৃত্যুনাচ

নৃত্যরত আগুনের শিখা হয়ে
জ্বলছিলো প্রদীপের প্রাণ…
সেই প্রাণ ছোঁবে বলে
ছুঁয়ে এলো মৃত্যু অবশেষ-

হায় সে কি মোহনীয় ঘাতক আগুন
হায় সেকি নেশাধরা রূপ-
আলো আলো অতঃপর
অশেষ আঁধার টেনে নিলো
তবে কি শিখার সাথে মৃত্যু সেইখানে
সমান রিদমে নেচেছিলো!!

এখানে আপনার মন্তব্য রেখে যান