(হাসপাতালের কেবিনে ব্রেইন স্ট্রোকে অনুভূতি প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলা জননীর নীরব আকুতি)
আমি আকাশ দেখতে যাবো…
দরজাটা খুলে দাও
জানালাটা খুলে দাও
চোখের উপর থেকে
পর্দাটা তুলে নাও।
বাতাসের ভাজে ফুলেদের মধু গন্ধ যেখানে পাবো
তোমরা আমাকে সেইখানে নিয়ে যাও-
আমি আকাশ দেখতে যাবো।
চোখের উপরে চোখেরই পর্দা এসে
ঘুমোউ ঘুমোউ বলছে সর্বনেশে
জিহ্বাটা যেন পাথরের বেদী কোনো
নড়ছেনা এক চুল,
তোমরা আমার হৃদয়ের এক ছোট্ট মিনতী শোনো-
আমি আকাশ দেখতে যাবো
রাতের আঁধারে ছায়াপথ জুড়ে যেখানে তারার ফুল।
আমার চোখের পর্দা সরিয়ে দাও
সব জানালার পাল্লা সরিয়ে দাও
বুকে চেপে থাকা পাথর সরিয়ে নাও
আমার জিহ্বা নড়ছেনা কেন আজ
কন্ঠের সব অবরোধ তুলে নাও।
তোমাদের সব দৃষ্টির সীমা ছেপে
কে যেন আমার কন্ঠ ধরেছে চেপে,
তোমরা আমাকে নিঃশ্বাস নিতে দাও
তোমরা আমাকে মুক্ত বাতাসে নাও।
সবাই থেকেও আজ যেন কেউ নেই
সবাই দেখেও কেউ যেন দেখছে না
কান্নারা এসে বুকের মাঝখানেই
গুমরে মরছে। হায়…
কি করে বোঝাব তোমাদের আমি
কন্ঠে তো ভাষা নাই।
আমি আকাশ দেখতে যাবো…
দেখব তারার অগণিত কারুকাজ
সকাল দেখবো
বিকাল দেখবো
দেখবো গোধূলি-সাঁঝ,
যেখানে মুক্ত জীবনের দেখা পাবো।
এখানে আপনার মন্তব্য রেখে যান