বহুরাত জানালার পাশে
নড়বড়ে চেয়ারটা নিয়ে
বসে থাকো একা…
কার কথা ভেবে?
এভাবে রাতের তারা জ্বলে আর নেভে
কার কথা ভেবে?
পথগুলো সারারাত শুধু
একা ছিল একা থেকে যায়
পথিকেরা ভুল করে আজো
আসেনি তোমার দরজায়।
তবুওতো পথ চেয়ে আছো
একাকি রাতের নিরালায়,
আমি কি আসবো এই পথে
বুক ভরা অসীম আশায়?

এখানে আপনার মন্তব্য রেখে যান