আহা মানুষ

বাতাসে ব্যথার ঝাঁঝালো গন্ধ ভরা
বাতাসে হাসির তোড়,
বুকের গভীরে নীলাভ আলোর ফুল
দু’দিকে দু’পথ দু’চোখে শান্ত মোড়।

নিরিহ মগজ না চেনে রাস্তা না চেনে সস্তা ঘুম
উষ্ণ রক্ত খুঁজে ফেরে শুধু শীতল রাত নিঝুম।

অথচ সুদূর পথ বেয়ে নামে বিবেকের করাঘাত-
মানুষ মানুষ দাবিতে কাঁপছো আহা মানুষের জাত…!!

এখানে আপনার মন্তব্য রেখে যান