যোগ বিয়োগের নিগূঢ় তত্ত্ব শিখেছি যেদিন
সেইদিন থেকে ফলাফল খুঁজি অষ্টপ্রহর
এক পাখি ছিল ডালে বসে আর এক পাখি দূর
যোগ করে দেখি দুই পাখি মিলে তুলেছিল সুর
হঠাৎ একটা বুলেট ছুটলে বিয়োগ চিহ্ন
কটা পাখি থাকে ফলাফল হয় কতটা ভিন্ন ?
একটা মিছিল শ্লোগান অধির হাজার কণ্ঠ
কোন সে সূত্রে এক হয়ে যায়
ছিল না এসব যোগ বিয়োগের তত্ত্ব কথায়
মিছিলে বুলেট অতঃপর কিছু পড়ে থাকে লাশ
বিয়োগ ব্যথায় চোখে নামে ঢল
হিসাবে মেলেনা কোনো ফলাফল।
একটা মিছিল
কতোগুলো লাশ
একটা পাখির শেষ নিশ্বাস
আবার মিছিল জনতার ঢল
বুলেট-বারুদ রক্তে-মাংশে যোগ বিয়োগের হিসাব মেলায়
সবার অঙ্কে ফলাফল আসে
আসে না শুধুই আমার বেলায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান