সীমানা পেরোতে হবে ভাবতেই শিউরে ওঠে গা
তবু, ওপারের হাতছানি সৈনিক বানিয়েই ছাড়ে!
খুলিতে হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় কেউ;
-সাবধানে পথ চলো আর বেশি দূরে নয় সেও…
পুরাতন জুতো
সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে গেছে তার তলা
পাহাড়ী পাথুরে পথে ঝর্নার শীতল ছোঁয়া
যেনো, সাপের শরীর মনে হয়!
ঝোঁপকাটা টেনে ধরে আস্তিনের কাপড়
পাতারা বুলিয়ে দেয় ভয়
তবুও কি পথ চলা থামে?
সীমানা পেরুতে হবে; স্রষ্টার নামে ডানে আর বামে
অবিরাম চলে দুই পা …
-সাগর শুকিয়ে যাক, পিপাশায় ফেটে যাক বুক
তবুও ছুঁতেই হবে দুই হাতে জয়ের চিবুক।