অপেক্ষা করো-
এইতো এক্ষুনি… আর একটু পরেই –
শুরু হবে শেষ…
মৃয়মান আলোকরশ্মি ফুঁটতে শুরু করেছে
ঐতো –
লালচে আকাশ
আগুনের মেঘ
উড়ন্ত পাখি…
পাখিরা ফিরছে নীড়ে?
মেঘেদের ভীড়ে
আলো যেনো ক্রমশ আঁধার!!
বিষ্ময়, এ চরম বিষ্ময় বটে-
অতঃপর-
বিশুদ্ধ রাত দৃশ্যপটে…
লজ্জিত মুখে ফের-
সবুরে মেওয়া ফলে,
মাত্রতো একটি রাত; কেটে গেলেই নতুন সকাল…
অতঃপর, আবারো অপেক্ষা-
আরেকটি নতুন সকালের জন্য
আরেকটি সূর্যদয়ের জন্য
পরিশেষে, সীমাহীন অপেক্ষার রসদ নিয়ে
নিজেই অপেক্ষা হয়ে যাচ্ছি প্রতিদিন……

এখানে আপনার মন্তব্য রেখে যান