ঘুম ভেঙে গেলে
ঘুমাতে পারি না সেই রাতে
মনে হয় তুমি বসে আছো
আলোর আরশি হয়ে
একাকি প্রভাতে।
রাতটাকে মনে হয় একা
ঠিক আমারই মত
বুকে নিয়ে অসংখ্য ব্লাকহোল ক্ষত
অন্ধকারের বুকে জেগে থাকে সেও।
আমার কান্না জানি আমি
আর জানে রাত;
কৃত্রিম হাসি দ্যাখে মুখে
প্রতিটি প্রভাত।
রাতের কান্নাগুলো আমি
মাঝে মাঝে ঠিক ধরে ফেলি
আবার হারাই;
আমি আর রাত থাকি জেগে
মনে পড়ে আজ তুমি নাই।

এখানে আপনার মন্তব্য রেখে যান