একাটি প্যারিস হামলা এবং তার আগে ও পরের কিছু ঘটনা:
প্যারিস হামলা কোনো পরিকল্পিত বিষয় নয়তো? প্রথমেই প্রশ্নটা সামনে রাখলাম। প্যারিসে হামলার ঠিক আগে সোসাল মিডিয়াগুলোতে সিরিয়ার শরনার্থী বিদ্বেষী মিথ্যে ছবি ছড়িয়ে দেয়ার কারন কি হতে পারে।সোসাল মিডিয়াতে বানোয়াট ও মিথ্যা প্রচারনা…
প্যারিস হামলার আগে সি আই এ প্রধান ফ্রান্সের গোয়েন্দা প্রধান এবং মোসাদ প্রধানের সাথে কি আলাপ করলেন বুঝতে পারলাম না। কেউ যদি বুঝে থাকেন আওয়াজ দিয়েন। আই এস আই এস মূলত কারা অর্থাৎ কারা এদের পোষক। আই এস প্যারিস হামলা চালিয়ে মুসলমানদের কোনো প্রকার লাভ হয়েছে কি? বরং ইউরোপ জুড়ে সিরিয়ান শরণার্থীদের জীবনের নিরাপত্তা নষ্ট হয়েছে। তাহলে আই এস কাদের সহযোগীতা করছে। আই এস এবং তালেবান কেনো ইসরাইলের উপর কোনোপ্রকার হামলা চালায় না? এটা তো প্রমাণীত সত্য যে ইসরাইল আই এস কে সার্বিক সহযোগীতা ও প্রশিক্ষন দিয়ে থাকে।
অতঃপর, আমরা সত্যটা জানার চেষ্টা করবো নাকি হুজুগে বাঙালীর পরিচয় দেবো আরেকবার??
এখানে আপনার মন্তব্য রেখে যান