এবং জ্বালিয়ে দেয়া হলো সিরিয়ার শরণার্থী শিবির…

CTvBeomWoAAgFVLঅপেক্ষার প্রহরটা খুব বেশি লম্বা হলো না। ভাবছিলাম কি হবে এরপর। প্যারিসে আক্রমণের মতো এতো বড় একটা ইস্যু ব্যয় হবে কোন খাতে? এবার আগ্রাসন চলবে কোথায়? খুব বেশি দেরি করতে হলো না। আক্রান্ত হলো ফ্রান্স- দায় স্বিকার করলো আই এস- অতঃপর শরনার্থী শিবিরে হামলা। জালিয়ে দেয়া হলো ৬০০০ শরনার্থীর আশ্রয়স্থল তাও আবার প্যারিস হামলার ১ ঘন্টার মধ্যেই। কতো লোক পুড়ে মরেছে তা এখনো জানা যায়নি, সূত্র-  Voice of pkDaily Mirror। যখন ফ্রান্স হামলার ব্যপারটাই অনুদঘাটিত তখন  এই অযুহাত দেখিয়ে শরনার্থী শিবিরে হামলা চালানোটা কতটা সভ্য ফ্রান্সের পরিচয় বহন করে তা আমার মাথায় আসছে না, আপনারা বলবেন। যারা আশ্রয়ের জন্য শরনার্থী শিবিরে মাথা গুজেছে তারা হামলা চালিয়েছে প্যারিসে এই ধরনের উল্টোপাল্টা কথা শুধুমাত্র মাতালদেরই মাথাই আসা সম্ভব।

এখানে আপনার মন্তব্য রেখে যান