পিছলে / সাইফ আলি

খুব পেশাদার ব্যবসা আদার
দাদার কথা বলছি শোনো-
পোশাকে সে ভদ্র অতি,
বাক্যালাপে খুব গোছানো।

কথায় কথায় তেল মেরে যায়
তেলতেলে তাই পিছলে অতি,
এক টাকা সে লাভ করে না
ব্যবসাটা তার পুরাই ক্ষতি।

মুরগী মরা ডালের বড়া
মসলা এবং সবজি ডালে
আবোল তাবোল মিশিয়ে দিয়ে
বিকোচ্ছে খুব সমান তালে।

কিন্তু দাদার মুখের কথায় ভরসা খুব,
আমজনতা ফরসা হতে নর্দমাতে দিচ্ছে ডুব।

এখানে আপনার মন্তব্য রেখে যান