মায়াবী হরিণ শোনো তোমাকে বলছি আমি
তোমার দু’চোখে রাত অন্ধকারের কালো;
চির সবুজের বনে কি খেলা খেলছো তুমি
আমাকে করো না সাথী খেলাও জমবে ভালো।
আমি একা বড় একা বসে আছি এই বনে
শুকনো পাতার বাঁশি বাজছে করুণ সুরে
মায়াবী হরিণ শোনো তোমাকে বলছি আমি
তুমি এ আমাকে ছেড়ে যেওনা কখনো দূরে।
নির্জন বনে আজ তোমার আমার কথা
শুনতে পাবে না কেউ, কেউ গলাবে না নাক;
এখানে আকাশ মাটি বাতাস গাছের পাতা
আমাকে দিয়েছে কথা ওরা রবে নির্বাক।
মায়াবী হরিণ শোনো তোমাকে বলছি আমি
তোমার দু’চোখে কালো আমার দু’চোখে রাত
তোমাতে আমাতে তাই বন্ধন হবে ভালো
কখনোও কোনোক্ষণে বাধবে না সংঘাত।
এখানে আপনার মন্তব্য রেখে যান