আত্মসমর্পণ

এখানে আর কোনো রাত দেখিনা সে রাতের চেয়ে অধিক উত্তম-
ঘুমহীন সেজদায় নত…
আর কোনো বাক্য নেই মধুময় দুর্বিনীত পাহাড়ের মতো-
সকল প্রসংশা একমাত্র তোমার…
বিশ্বাসের আর কোনো আকাশ দেখিনা সুবিশাল,
– পড়ো, তোমার প্রভূর নামে; যিনি তোমাকে সৃষ্টি করেছেন…

সাগর কি জানে…!! কতগুলো ঢেউ রোজ দুলে ওঠে তোমার যিকিরে!
গাছেরা জানে কি তার ঝরে পড়া পাতার হিসেব!
যে বাতাস বয়ে যায় সে বাতাস হয়তো বা কোনো এক দিন
আবার আসবে ফিরে, ঝরে যাবে অনেক পাতারা;
যে সময় চলে যায় সে কি আর ফিরে আসে বলো…
ক্ষমা করো প্রভূ, আমি নিতান্ত মানুষ এক ভুলে ভরা আমার সময়-

– সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে,
তারা ছাড়া; যারা ইমান এনেছে …

প্রভূ, বেইমান করে তুমি নিওনা আমাকে…

এখানে আপনার মন্তব্য রেখে যান