আবার ভিড়াও সখী তোমার পানসি এই ঘাটে
আলতার রঙে এই দরিয়ার জল হোক লাল
রক্তের মতো সেই লাল জলে ডুবুক সকাল
আবার নামুক রাত শিশির ভেজানো ঘাস-খাটে।
সেই তুমি এসেছিলে সন্ধ্যার কোল জুড়ে চাঁদ
জোছনার মায়া-আলো সেইদিন ঝরেছে অঝোরে
সাদা সাদা মেঘগুলো চলেছে স্বপ্ন ফেরি করে
মাঠে মাঠে সেইদিন ভালবাসা হয়েছে আবাদ।
আবার ভিড়াও সখী তোমার পানসি এই ঘাটে
আবার ভিজাও ডানা স্বপ্নের সরবরে পাখি
আমার স্বপ্নাকাশে তোমার-চাঁদের মাখামাখি;
ছলাৎ ছলাৎ করে তোমার পানসি জল কাটে।
যে জলে তোমার ওই পানসি বহন করে আনে
সে জল আমার এই দু’চোখের ঝর্ণার থেকে
হয়তো বা একদিন সাগরে ছুটেছে একে-বেঁকে
ছুটেছে চোখের জল অনন্ত সুখ সন্ধানে।
এখানে আপনার মন্তব্য রেখে যান