তোমার স্মৃতি

কিছু কিছু স্বপ্ন আছে
যেগুলো রাতের অন্ধকারে
নীরবে বিলীন হয়ে যায়
সকালের সোনা রোদ
দেখতে পায়না কোনদিন।

কিছু কিছু ফুল আছে
যেগুলো রাতের অন্ধকারে
কোমল পাপড়িগুলো খুলে
নিরিবিলি সুবাস ছড়ায়
অতঃপর ঝরে পড়ে
সকালের রোদে হয় বাশি।

তোমার স্মৃতি কি তবে
এমনই স্বপ্ন ছিল
কিংবা এমন কোন ফুল?

যার কিছু শুকনো পাপড়ি
পড়ে আছে আমার উঠোনে,
যার কিছু অব্যক্ত আকুতি
আজো এই আমাকে কাঁদায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান